আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১২:২৪

লকডাউনে জুয়া খেলায় বাধা দেওয়ায় সাংবাদিক লাঞ্ছিত! অতঃপর থানায় অভিযাগ।

রূপদিয়া (যশোর) প্রতিনিধি॥ দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। যশোরে জেঁকে বসেছে করোনা ভাইরাস। সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে যশোরের সদর উপজেলার মানুষ। নরেন্দ্রপুর ইউনিয়নেও করোনার ভয়াবহতা ছড়িয়েছে। এরই মধ্যে পেশাগত দায়িত্ব পালনের সময় লাঞ্ছিত হয়েছেন প্রেসক্লাব রূপদিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক সমাজের কথার রূপদিয়া প্রতিনিধি রাসেল মাহামুদ। এনিয়ে ০৩ জনের নাম উল্লেখ করে যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ হয়েছে।
জানা যায়, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক খান স্থানীয় পুলিশ ফাঁড়ির মোড়ে একটি মুদি দোকান পরিচালনা করেন। সেখানে সন্ধ্যার পর থেকেই স্থানীয়রা তাসের আড্ডায় বসে। গত ৬ জুলাই লকডাউনের মধ্যে কয়েকজন সেখানে তাস খেলছিলো। এসময় সাংবাদিক রাসেল মাহামুদ তাদেরকে জনসমাগম না করে ঐ দোকান ও খেলা বন্ধ করতে অনুরোধ জানান। ঐসময় ফরহাদ নামের এক যুবক সাংবাদিকতা পেশা নিয়ে কটুক্তি করে। এসময় রাসেল মাহামুদ তার ফোনে ছবি তুলতে চেষ্টা করলে স্থানীয় কয়েকজন তাকে হামলা করে। একপর্যায়ে তারা রাসেল মাহামুদের অন্য হাতে থাকা একটি ফোন কেড়ে নেয়। এঘটনায় রাসেল মাহামুদ প্রশাসনের সহযোগিতা চেয়ে ০৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলো, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের শাহাদাতের ছেলে ফরহাদ হোসেন (৩০), আব্দুর রহমানের ছেলে ইউনুস আলী (৪৫), ঈদ্রিস আলীর ছেলে লিটন হোসেন (৩৫) । এছাড়াও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের নামে অভিযোগ করেছেন তিনি।
রাসেল মাহামুদ জানান, আমি ঐদিন আনুমানিক রাত ৯ টার দিকে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে রফিক খানের চায়ের দোকানে মানুষের জটলা দেখে কৌতুহল বশত এগিয়ে যায়। এসময় ঐখানে কয়েকজন তাস খেলছিলো। আমি তাদেরকে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দোকান ও খেলা বন্ধ রাখার অনুরোধ করলে ফরহাদ নামের একজন আমার পেশা নিয়ে কটুক্তি করে। এসময় আমার হাতে থাকা ফোনে আমি ছবি তোলার চেষ্টা করলে সে আমার ফোন কেড়ে নেয়। এসময় বাকি সবায় আমার ওপর হামলা করে। এ ঘটনার পরেই আমি আইনের দারস্থ হই।
অভিযোগে রাসেল মাহামুদ বলেন,অভিযুক্তরা তার নোকেয়া মোবাইল সেট (যার মডেল নং ২৯৫) ও নগদ ২৫৫০/- টাকা ছিনিয়ে নেয়।
এদিকে প্রেসক্লাব রূপদিয়ার সাধারণ সম্পাদকের উপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের’কে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন প্রেসক্লাব রূপদিয়ার উপদেষ্টা (দৈনিক লোকসমাজ পত্রিকার সাংবাদিক) আলমগীর কবির, সভাপতি (দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক) রবিউল খান, সহ-সভাপতি (দৈনিক প্রতিদিনের কথার সাংবাদিক) আকতারুজ্জাামান, সহ-সাধারণ সম্পাদক (দৈনিক খোলা কাগজের সাংবাদিক) মোঃ মহিউদ্দীন সানি, কোষাধক্ষ্য (দৈনিক যশোর পত্রিকার সাংবাদিক) শাহীন আলম, দপ্তর সম্পাদক (দৈনিক জন্মভূমি পত্রিকার সাংবাদিক) কামরুজ্জামান নয়ন, প্রচার সম্পাদক (দৈনিক প্রতিদিনের কন্ঠের সাংবাদিক) ইমরান খান, সদস্য আজিম বিশ্বাস, মাসুদ পারভেজ, আজিজুর রহমান, রিয়াজ উদ্দিন তুহিন, আব্দুল মজিদ ও আল-আমিন হোসেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত