২০ লাখ কোটি রুপির আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে চতুর্থ দফায় দেশজুড়ে লকডাউন বাড়ানোর কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী।
ভারতে চতুর্থ দফায় বাড়ছে লকডাউন। চলমান লকডাউনের ৪৯ দিনের মাথায় মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য ঘোষণা করা হবে ১৮ই মে’র আগে। ১৭ই মে দেশটিতে তৃতীয় দফার লকডাইন শেষ হওয়ার কথা রয়েছে।
ভাষণে করোনায় বিপর্যস্ত ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি রুপির আর্থিক প্যাকেজও ঘোষণা করেন মোদী। যা দেশটির জিডিপির ১০ শতাংশ। এ বিষয়ে বিস্তারিত বুধবার ঘোষণা করা হবে।
এর আগে, সোমবার ভারতের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারন্সে করেন মোদী। সে সময় রেড জোনের বাইরে লকডাউন শিথিলের ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে, প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আজ থেকে যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে দেশটিতে। তবে, স্টেশনের টিকিট কাউন্টার থাকবে বন্ধ। অনলাইনে টিকেট বুকিং দিতে হবে। দেশটিতে ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ভারতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ২৯৪ জনের।