নিজেস্ব প্রতিবেদক:: আজ ২৩ অক্টোবর যশোর সদর উপজেলার রাজারহাট চামড়া বাজার প্রাঙ্গনে আসন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনকে কেন্দ্র করে ১১ নং রামনগর ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগ কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় ও কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যশোর সদর উপজেলার সাবেক সদস্য, যশোর জেলা তরুণ লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, জনাব মাহমুদ হাসান লাইফ।
আজকের মতবিনিময় ও কর্মী সমাবেশ স্বার্থক করতে বিকাল থেকেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীদের উপস্থিতিতে ভরে ওঠে পুরো প্যান্ডেল। কানায় কানায় ভরে যায় পুরো চামড়াহাট প্রাঙ্গন।এসময় বক্তারা যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের কাছে মাহমুদ হাসান লাইফকে আগামী সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে পাওয়ার আর্জি জানান।বৃষ্টিকে উপেক্ষা করে আজকের সমাবেশের কর্মীরা মাহমুদ হাসান লাইফের প্রতি ভালোবাসার বহিপ্রকাশ ঘটিয়েছেন বলে মনে করেন উপস্থিত নেতাকর্মী।
বক্তব্যে মাহমুদ হাসান লাইফ বলেন, ” আমি কর্মীদের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনারা আমাকে যখন পাশে ডেকেছেন পাশে পেয়েছেন আগামীতেও দিন রাত যখনই ডাকবেন আল্লাহ চাইলে আমি আপনাদেরই পাশে থাকবো।আমি হোয়াইট কালার ক্রিমিনালদের স্বীকার।আমি যখনই রাজনীতিতে নেতৃত্ব দিতে চেয়েছি তখনই বিভিন্ন চক্র আমার বিরুদ্ধে সড়যন্ত্র করেছে।যতবার সড়যন্ত্র হয়েছে আল্লাহর রহমতে এবং আপনাদের দোআতে আমি আজও আওয়ামীলীগের একজন কর্মী হয়ে আপনাদের ভালোবাসা পেতে বেঁচে আছি।আমি কখনই অন্যায়কারীর পক্ষে নই।বিভিন্ন সময় অন্যায়কারীর পক্ষে না থাকায় আমাকে হামলা- মামলার স্বীকার হতে হয়েছে।ইউনিয়নের প্রতিটি অবহেলিত কর্মীর দুর্দিনে আমি সবসময়ই পাশে থাকবো কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি। আমি রাজনীতি করি, রাজনীতি আমার নেশা আর এইটায় একটি পক্ষের সহ্য হয়না।”
আজকের এই কর্মী সমাবেশ চলাকালীন সময়ে প্রচুর বৃষ্টি আর বিজলী চমকালেও ৭০ উর্ধ বয়স্ক মানুষ থেকে শুরু করে উপস্থিত ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ এবং ছাত্রলীগের হাজারো নেতাকর্মী আজকের কর্মী সমাবেশের সভাপতি মাহমুদ হাসান লাইফের বক্তব্য চলাকালীন সময়ে বৃষ্টিতে ভিজেছেন এবং কিছু সময় পরপর জয় বাংলা স্লোগানে মুখরিত করেছেন পুরো রাজারহাট চামড়া বাজার প্রাঙ্গন। এ বিষয়টি লক্ষ করে মাহমুদ হাসান লাইফ আবেগআপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আজ আপনারা বৃষ্টিতে ভিজে আমার প্রতি আপনাদের ভালোবাসার নিদর্শণ রেখে গেলেন। আমি আপনাদের কাছে ঋনী হয়ে গেলাম।” মঞ্চে বক্তব্যে সাবেক উপজেলা যুবলীগের এই সদস্য বলেন আপনারা আমার অভিভাবক। আপনারা চাইলে আমি আপনাদের সেবা করার জন্য ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে আসতে চাই। আমি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হলে বিভিন্ন স্থানে অভিযোগ বক্স রাখবো।আমার ভুল ত্রুটি এবং আপনাদের পাওয়া না পাওয়ার অভিযোগ আপনারাই প্রদান করবেন।”
বক্তব্যের এক পর্যায়ে স্লোগান মুখর পরিবেশের সৃষ্টি হয় তখন তিনি বলেন, “স্লোগান দিবেন শেখ হাসিনার ।”
এসময় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের দুলালী শেখ হাসিনা যেন সবসময় সুস্থ থাকেন এমন প্রত্যাশায় সকলের কাছে দোআ চান তরুনলীগের এই নেতা।পাশাপাশি যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলারদার বট গাছের মত তাদের ওপর ছায়া দিয়ে রেখেছেনে উল্লেখ করে সকলের কাছে শাহীন চাকলাদারের সুস্থ জীবনের প্রত্যাশায় দোআ কামনা করেন তিনি এবং আগামী ১১ নভেম্বর যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রসঙ্গে তিনি শাহারুল ইসলামকে জনতার জননেতা স্বীকৃতি দিয়ে তাকেই নেতৃত্বে দেখতে চান এমনটা বলেই তার বক্তব্য শেষ করেন।
এ সময় বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের আলতাপ হোসেন, জামশেদ হায়দার, হাবিবুল ইসলাম বাবুল, মো:হাশেম আলী, ইউনিয়ন যুবলীগের রিজাউল ইসলাম বাবু, মো: হাসিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের নিতাই অধীকারি, সাগর হোসেন, সাজিদুল হাসান, শাওন, রাকিব প্রমুখ।