আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:৩৬

লুকিয়ে থাকা মহিলা আওয়ামীলীগ নেত্রী আটক।

মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী জোয়ার্দার রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সারঙ্গদিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০২২ সালে সারঙ্গদিয়া গ্রামের শেখ আবু সাইদকে মারপিট ও কুপিয়ে আহত করার ঘটনায় রিয়ার নামে থানায় মামলা হয়। এ মামলায় তিনি আদালত থেকে জামিন না নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকাতেই আত্মগোপন করেছিলেন। এরপর তিনি ঢাকা থেকে নিজ বাড়ি শ্রীপুরের সারঙ্গদিয়া গ্রামে এসে লুকিয়ে ছিলেন। লুকিয়ে থাকার বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার ভোররাতে রিয়ার বাড়িতে অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানির পর তাকে কারাগারে প্রেরণ করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, ২০২২ সালের শ্রীপুর থানায় একটি মারপিটের মামলায় এজাহারভূক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ