আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:১৮

লোহাগড়ায় কুপিয়ে ও পিটিয়ে যুবক হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে বেকারি ব্যবসায়ী আজিজুর বিশ্বাসকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পূর্ব শত্রুতার জেরে বুধবার (২২ জুন) দুুপরে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান ওই গ্রামের গহের বিশ্বাসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামকান্তপুর গ্রামের মিঠু সরদারের সঙ্গে আজিজুর বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুর ২টার দিকে আজিজুর বাড়ি থেকে পাশের শিয়রবর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে মিঠু সরদারসহ তার লোকজন আজিজুরকে ধরার চেষ্টা করেন। এ সময় আজিজুর দৌঁড়ে পাশের সবুর হোসেনের ঘরের মধ্যে ঢুকে বাঁচার চেষ্টা করেন। প্রতিপক্ষরা ওই ঘরের মধ্যে ঢুকে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ