আজ - রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:২৯

শংকরপুরে মহল্লা সুরক্ষা কমিটি সভা।

যশোর শহরের শংকরপুর মহল্লা সুরক্ষা কমিটির কার্যালয়ে এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোতয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন।

শংকরপুর মহল্লা সুরক্ষা কমিটির সভাপতি মীর মঈন হোসেন মুসার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ওসমান গনির সঞ্চলনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শফিকুল ইসলাম তোতা, বর্তমান সম্পাদক মনিরুল ইসলাম শিশির, খুরশিদ আলম বাবু, তরিকুল ইসলাম, আশরাফুল হাসান বিপ্লব, মনির হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন শংকরপুর মহল্লা সুরক্ষা কমিটির কর্মকর্তা ইনতাজ হোসেন, মশিউল আলম, আলিমুজ্জামান লিটন, ওদুদ মোল্লা, আফজাল হোসেন প্রমুখ। এছাড়া সভায় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সভায় ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, কোথাও সন্ত্রাসীদের কোনো গ্রুপ থাকবেনা। কেউ বোমাবাজি, ছিনতাই, চুরি করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। তিনি এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন, এলাকায় যদি কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে তাহলে আপনারা সাথে সাথে পুলিশকে খবর দিবেন। পুলিশ ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আরো সংবাদ