আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:২৫

শহীন চাকলাদারের জয়ই কেশবপুর উন্নয়নের মূল সুত্র: শাহারুল ইসলাম।

কেশবপুরের ভান্ডারখোলা বাজারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিতঃঃ আগামী ১৪জুলাই  নির্বাচন সুষ্ঠু ও সফল করার লক্ষে আজ বেলা ১২ টায় কেশবপুরের ভান্ডারখোলা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান আয়নাল হক, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বসুন্দিয়া চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেল, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম হিমু, যুবলীগের অন্যতম নেতা কামাল খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় জননেতা শাহারুল ইসলাম বলেন, শহীন চাকলাদারের জয়ই কেশবপুর উন্নয়নের মূল সুত্র। সকল মতভেদ ভুলে আগামী  মঙ্গলবার সকলকে উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার আহবান জানান।জননেতা মাহমুদ হাসান বিপু কেশবপুরের রাস্তাঘাটের উন্নয়নসহ সকল উন্নয়নের জন্য আগামী মঙ্গলবার সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।  যশোর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা সকল শ্রেনী পেশার মানুষের কল্যানের জন্য জননেতা শাহীন চাকলাদারকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য কেশবপুরবাসীর প্রতি আহবান জানান।

আরো সংবাদ