আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:৫১

শাজাহানপুরে ইয়াবাসহ ৫জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার শাজাহানপুরে ১৭২ পিচ ইয়াবা সহ ৫জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই জাহাঙ্গীর আলম ও এসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ পৃথক ৩টি অভিযান চালিয়ে উপজেলার লিচুতলা বাইপাস, নাদুরপুকুর স্ট্যান্ড ও আড়িয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলা জোকা গ্রামের রবিউল ইসলাম ভোটের পুত্র সবুজ (২৪), বাঁশকুটা গ্রামের আব্দুর রশিদের পুত্র সাহিদুর (৩২), খেংশহর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র ফদির আলী (২২), রহিমাবাদ মধ্যপাড়ার মজনু মিয়ার পুত্র তানভীর ওরফে শুভ (২০) ও নাজমূর ওরফে জাম্বু (২৭)।
থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার রাতভর পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত