আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:১৩

শার্শার নিজামপুরে দৈনিক প্রতিদিনের কথার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোর থেকে বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শার্শায় নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার শাড়াতলা প্রতিনিধি নয়ন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সদস্য বদিয়ার রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ২০১৬ সালের ইউপি নির্বাচনের দলীয় মনোনয়ন নৌকা মার্কায় প্রার্থী সেলিম রেজা বিপুল , নিজামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম বাটুল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হাই তরফদার, নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন আহম্মেদ, দৈনিক সমাজের কথার শাড়াতলা প্রতিনিধি রুহুল কুদ্দুস শাকিল, মোহনা টিভির বেনাপোল প্রতিনিধি শিশির সরকার ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার শার্শা প্রতিনিধি আরিফুল ইসলাম নয়ন, নিজামপুর যুব সংঘের মেহেদী হাসান রানা,সোহেল রানা মামুন রাব্বি হোসেন, জাহিদ হাসান, আল- আমিনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, বস্তনিষ্ঠ সাংবাদিকতায় এ জেলায় দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বর্তমানে সংবাদপত্র ও সাংবাদিকতা অত্যান্ত হুমকী হয়ে দাড়িয়েছে। দূরদর্শিতা ও বিচক্ষণতার সাথে সকলকে এ পেশায় কাজ করতে হবে। সমাজের সকল কিছু তুলে ধরে দেশ ও জাতির সেবায় কাজ করতে হবে। সর্বশেষ অতিথিরা প্রতিদিনের কথার প্রতি শুভকামনা জানায়। এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরো সংবাদ