আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৩

শার্শায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬

যশোরের শার্শা থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ উজ্জল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৫ জুন) বিকালে শার্শার নাভারন মোড়ে অভিযান চালিয়ে ৭ শত ৪০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক উজ্জ্বল বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে।

কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারন তিন রাস্তার মোড়ে সোহাগ কাউন্টার সংলগ্ন যাত্রী ছাউনির সামনে পাঁকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে আসামী মো. উজ্জল হোসেন কে ৭৪০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।

মামলা করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ