আজ - শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:০৫

শার্শায় করোনা রোগী সনাক্ত -বাড়ি লকডাউন

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে আফিকুর রহমান নামে এক ব্যাক্তির শরীরে করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় তাৎক্ষণিক ভাবে তাকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে। তার বাড়ীকে লকডাউন ঘোষনা করা হয়েছে। আফিকুর রহমান দু’তিন দিন আগে ঢাকা থেকে বাড়ীতে আসেন।ঢাকায় থাকাকালে তিনি করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও শার্শা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বদরুল আলম ঘটনাস্থলে এসে আফিকুর রহমানের বাড়ীকে লকডাউন ঘোষনা করেন এবং তাকে হোম কোয়ারাইন্টাইনে থাকার নির্দেশ দেন। এসময় সেখানে গোগা ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান আব্দুর রশিদ ও স্থানীয় মেম্বর কামরুজ্জামান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা করোনা আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সহ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি ও খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবস্থা করেন। তিনি স্থানীয় দের লকডাউন মেনে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত