আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৪১

শার্শায় পৃথক অভিযানে গাঁজা সহ দুই মাদক বিক্রেতা আটক

শার্শায় পৃথক অভিযানে ২ কেজি গাঁজা সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।
শুক্রবার (১৪ জুলাই) ভোর রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শার্শা থানার শার্শা পশ্চিম পাড়ার হযরত আলীর ছেলে আজিজুর রহমান (৩৯) ও শার্শা খাঁ পাড়ার মৃতঃ শেখ ওমর আলীর ছেলে এস এম শহীদুল আলম ওরফে রুবেল (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, মাদক বেচাকেনার গোপন খবরে, পরিদর্শক লায়েকুজ্জামান ও নিরন্জন কুমার শিকদার এর নেতৃত্বে শার্শা থানার শার্শা পশ্চিম পাড়া থেকে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ  আজিজুরকে ও খাঁ পাড়া থেকে রুবেলকে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত