আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩৪

শার্শায় বিএনপির দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষ

জেলা প্রতিনিধি: যশোরের শার্শায়  বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। হামলার ঘটনায় মফিজুর রহমান (৫০) নামে একজনকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এসময় সংঘর্ষস্থলে কয়েক দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে একটি পক্ষ।

 

শুক্রবার (১০ জুন )রাত ৯টার দিকে নাভারন বাজারে এ ঘটনা ঘটে। আহত মফিজুর রহমান দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত মোহাম্মদ গোলাম নবীর ছেলে।

 

 

সংঘর্ষের সময় দা এর কোপে তার শরীরের ডান দিকে গুরুতর জখম হলে তাৎক্ষণিক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

আহত পক্ষের লোকজনের সূত্রে জানা যায়, ওলিয়ার রহমানের ছেলে টিপু (৫০), আতিয়ার রহমানের ছেলে মন্টু (৪০) ও রবি (৪২) সহ ৪/৫ জন মূলত মফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

 

উক্ত ঘটনার পরপরই হাসপাতাল সংলগ্ন এলাকায় বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তির লোকজন ৩/৪ টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানান স্থানীয়রা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং এলাকায় থমথমে বিরাজ করছে।

 

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, নাভারণে মারামারির ঘটনা শুনেছি। আনুমানিক ৪/৫ টা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ