আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:০০

শার্শায় যুবককে কুপিয়ে জখম

যশোরের শার্শায় মাদক বেচাকেনায় বাঁধা দেওয়ায় মোহাম্মদ লালন(৪০) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আপন দুই চাচাতো ভাই মোড়ল ও তৈমুরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭মে) সকাল ৭টার দিকে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ লালন কাশিপুর গ্রামের হায়দার আলীর ছেলে।

হায়দার আলী অভিযোগ করে জানান, তার চাচাতো ভাই মোড়ল ও তৈমুর নিজ বাড়িতে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সহ অনান্য মাদকদ্রব্য বিক্রি করে। একই বাড়িতে তাদের বসবাস থাকায় দিন রাত ২৪ ঘন্টা মানুষের আনোগোনা থাকে তাদের বাড়ির মধ্যে। এর প্রতিবাদ করে মাদক বেচাকেনায় বাঁধা দিলে মঙ্গলবার সকালে মোড়ল ও তৈমুরি গাছি দা দিয়ে মোহাম্মদ লালনের ডান হাতের পেশিতে কুপিয়ে জখম করে। এ সময় মোহাম্মদ লালন আহত হলে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত