আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩১

শার্শায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও গাঁজা পাচারকৃত ব্যবহারের ইজিবাইকসহ দুই যুবককে আটক করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।
শনিবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার ৭নং ঘিবা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে ফারুক হোসেন (২৭) এবং ধান্যখোলা গ্রামের মৃত ওসমান আলী বিশ্বাসের ছেলে শুকুর আলী বিশ্বাস (৩৫)।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজুর রহমান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর এলাকায় ইজিবাইকে করে গাঁজার চালানের খবর পেয়ে অভিযান চালায় তাদের কাছে ইজিবাইক তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় । আটককৃতদের শার্শা থানায় সোপর্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান । 

আরো সংবাদ