আজ - বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:০৫

শার্শা সীমান্ত থেকে ১৬টি সোনার বার সহ পাচারকারি আটক

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত পথে ভারতে পাচার কালে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৬ টি স্বর্ণবারসহ জনি ইসলাম (৪৫) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক জনি সোনা চোরাকারবারি বলে দামি করেছে বিজিবি। তিনি বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বুধবার(১৭ আগষ্ট) সকালে ২১ ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবার সহ আটক করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে সন্দেহ ভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। তার শরীর তল্লাশী করে একটি ব্যাগের মধ্য থেকে ১৬ টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজার মুল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত