আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪০

শাহির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে ছাত্রলীগের বিশাল মিছিল

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী উপর আরোপিত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতেযশোর জেলা ছাত্রলীগ আয়োজনে বিক্ষোভ মিছিলে আনুষ্ঠিত হয়।

আজ আওয়ামীলীগের দলীয় কার্যলয় থেকে যশোর জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল গাড়িখানা দলীয় কার্যলয় থেকে শুরু হয়ে যশোর কোতয়ালী থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতি’র বক্তব্যে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে  রওশন ইকবাল শাহী’র নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে  এবং গ্রেপ্তার  করা হয়েছে। তিনি মামলার সুষ্ঠ তদন্তের দাবি জানান এবং মুল পরিকল্পনা কারী দের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান

এসময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নিয়ামত উল্লাহ, সাবেক সমাজ সেবা বিষায়ক সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ,সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রনি,  সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক শেখ সাদিয়া মৌরিন, যশোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুন, সহ সভাপতি আরিফুর রহমান সাগর, সহ সভাপতি রাজু রানা, সহ সভাপতি আলী হাসান মোর্ত্তজা রিফাত, সহ সভাপতি আব্দুর রউফ পিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়।

সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুমেল হোসেন, পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ, কপোতাক্ষ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহের আফরোজ রিয়া  সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত