আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪০

শাহীন চাকলাদারের নির্দেশনায় আপনাদের ঐক্যের বিকল্প নেই: নরেন্দ্রপুরে শাহারুল ইসলাম।

মুনতাসির মামুন : ১৫ আগস্ট না ঘটলে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপরজন শেখ রেহানাকে কষ্ট করে বিদেশের মাটিতে থাকতে হতো না। বিশ্ব দরবারে বহু আগেই আমরা একটি মর্যাদাশীল জাতি হিসেবে পরিগণিত হতে পারতাম। তবে যে উদ্দেশ্য নিয়ে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তার সবটুকুতেই তারা সফলতা অর্জন করতে পারেনি। তাই হয়তো দেশবাসীর সৌভাগ্যের কারণেই ২০০৪ সালের ২১ আগস্টসহ এ পর্যন্ত প্রায় ২১ বার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মেরে ফেলার উদ্যোগ ভেস্তে গেছে।

কিন্তু ষড়যন্ত্র এখানো থেমে নেই উল্লেখ করে শাহারুল ইসলাম বলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের নির্দেশনায় আপনাদের ঐক্যের বিকল্প নেই। এসময় তিঁনি বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার জীবন নিয়েও সংশয় প্রকাশ করেছেন এবং দেশের স্বার্থে সবাইকে সতর্ক থাকার পরামর্শদেন। এ সতর্কতা ও তদানুযায়ী প্রতিরোধ শক্তি অর্জনই হোক এবারের শোকের আগস্টের আরেক শপথ।

শোকাবহ আগস্টের ২৭ তম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

 নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাশেম বিশ্বাস, বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, এমএম কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য সুজিত,আজিম বিশ্বাস , ফসিয়ার, যুবলীগনেতা মনিরুল ইসলাম হিমু, আরিফ বিশ্বাস প্রমুখ । নরেন্দ্রপুর হাটখোলা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোকসভা ও দোয়া মাহফিল শেষে মানবভোজ বিতরণ করেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ