আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৪৭

শাহীন চাকলাদারের মনোনয়নের দাবিতে কেশবপুর ছাত্রলীগের প্রচার মিছিল।

স্টাফ রিপোর্টার।। যশোর ৬ সংসদীয় আসনের উপ নির্বাচন সামনে রেখে উক্ত আসনে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের মনোনয়নের দাবিতে প্রচার মিছিল করেছে কেশবপুর উপজেলা ছাত্রলীগ।

আজ সোমবার বিকেলে কেশবপুরের ডাকবাংলা মোড় থেকে শুরু করে মহাসড়ক, স্বর্ণপট্টি, চুড়িপট্টি, কাপুড়িয়া পট্টি সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ত্রিমোহনী চত্ত্বরে এসে শেষ হয় মিছিলটি।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আযাহারুল ইসলাম মনিকের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ত্রিমহোনি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুন, ২ নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ৪ নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুন্নাব হোসেন, বাদশা, ১১ নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সুমন রায়হান, যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন। উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব, শারাফাত হোসেন সোহান, ছাত্রলীগ নেতা রিফাত, ইকবাল হোসেন, গাজী গোলাম মোর্তুজা, সবুজ, মামুন, মেহেদী হাসান সুমন, ইব্রাহীম খলিল,জিল্লু, সাদেক, সুমন, মাসুদ পৌর ছাত্রলীগের রোকন, সুমন, সবুজ, রফিকুল প্রমুখ।

উল্লেখ্য জাতীয় সংসদীয় আসন ৯০ (যশোর-৬) কেশবপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ইসমাত আরা সাদেক কন্যা নওরীণ সাদেক, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ আব্দুর রফিক, চলচ্চিত্র নায়িকা শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।


বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ, অমলেন্দু দাস অপু, কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপির নেতা আব্দুস সামাদ বিশ্বাস। তবে জনসমর্থনে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী শাহীন চাকলাদার।

আরো সংবাদ