আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:৫৯

শিকদার মটর্সে ডাকাতি-৮দিন পরে মামলা

যশোর সদরের কিসমত নওয়াপাড়ার যুব উন্নয়ন অধিদফরের সামনের একটি দোকান থেকে ৩৭ লাখ টাকা মটর পার্টস ও মোবিল চুরির ঘটনার ৮দিন পর থানায় মামলা হয়েছে।

শিকদার মটর নামক ওই প্রতিষ্ঠানের মালিক শহরের খোলাডাঙ্গা এলাকার টিটু শিকদার (৪০) এজাহারে উল্লেখ করেছেন, গত ১৩ আগস্ট রাত ১০টার দিকে তিনি ও দুই কর্মচারি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন ১৪ আগস্ট ভোর ৪টার দিকে পাশের আজম হার্ডওয়ারের মালিক মোবাইল ফোনে জানায় তার দোকানের সার্টার ভাঙ্গা। কে বা কারা দোকানের সার্টার ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি সংবাদ পেয়ে তাৎক্ষনিক সেখানে যান। এবং দোকানের কাশকাক্স ভাঙ্গা দেখতে পান। সেখানে রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নেই। এছাড়া বিভিন্ন ব্রান্ডের লুব্রিকেন্ট ওয়েল (মবিল) এবং বিভিন্ন মটর পার্টস নেই। যার মূল্য ৩৬ লাখ টাকা। নগদ টাকা সহ মোট ৩৭ লাখ ২০ হাজারটাকার মালামাল কে বা বা কারা চুরি করে নিয়ে গেছে। তিনি অনেক স্থানে খোঁজ করে মালামালের সন্ধান করতে না পেরে পুলিশে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পর গত রোববার রাতে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত