আজ - বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:৩৯

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ! বর্তমান শিক্ষার্থীদের মোবাইল গেমই যেন সব-থেকে বড় নেশা

নয়ন সরদার : মহামারী করোনা ভাইরাসের কারণে আজ অনেকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৷ আর এই বন্ধের মধ্যেই শিক্ষার্থীদের বেশীর ভাগ সময় এখন বইয়ের বাইরে ৷ এদিকে যশোর শার্শা উপজেলায় বিভিন্ন এলাকায় দিন ইন্টারনেট ব্যবহৃত ফ্রি ফ্যায়ার গেমস ঝুঁকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ।

এদিকে গ্রামের শিশু শিক্ষার্থীরা ও দিন দিন ফ্রি ফ্যায়ার নামক গেমের নেশায় জড়িয়ে পড়ছে।

এই বিষয়ে একজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকের সাথে কথা বলে জানা যায়,যে সময় এখন শিক্ষার্থীদের ব্যস্ত থাকার কথা পড়া-লেখাসহ শিক্ষা পাঠ গ্রহণ নিয়ে ও খেলার মাঠে ৷ সেখানে তারা ডিজিটাল তথ্য প্রযুক্তির এই যুগে জড়িয়ে পড়ছে আসক্ত হচ্ছে বিভিন্ন গেমসে।এসব বিদেশী গেমস থেকে শিক্ষার্থী বা তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে ৷ এতে সকলের পরিবারের অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি নজর রাখতে হবে ৷

এদিকে একজন ফ্রি ফ্যায়ার নিয়মিত খেলা করেন তার সাথে কথা বলে জানা যায় , ফ্রি ফ্যায়ার গেমস আগে আমার ভালো লাগতো নাহ ৷ কিন্তু বর্তমান আমার একদিন এই গেমস নাহ খেললে মাথায় কাজ করে না ৷ এবং এই পর্যন্তক আমি অনেক লেভেলে উঠেছি ৷ তাতে আমার অনেক অর্থ ও ব্যয় হয়েছে ৷ আমি ডায়মন্ড কিনিছে অর্থের মাধ্যমে ৷

আরেক-জন ৯ম শ্রেণীর শিক্ষার্থী মামুনের সাথে কথা বললে, তিনি বলেন ফ্রি ফ্যায়ার গেমস সম্পর্কে আমি কিছু জানতাম না।কিন্তু এখন নিয়মিত খেলা করি । মাঝে মধ্যে গেমস খেলতে না পারলে মুঠোফোন ভেঙে ফেলার ইচ্ছা হয়। তিনি আরো বলেন, ফ্রি ফ্যায়ার গেমস যে একবার বুঝবে সে আর ছাড়তে পারবে না বলে এমন দাবি করেন তিনি।

এদিকে ফ্রি ফ্যায়ার নামক গেমসকে আসক্তি হয়ে পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় , ফ্রি ফ্যায়ার নামক গেমস মাদকদ্রব্যর নেশার চেয়ে ভয়ঙ্কর বলে মনে করছেন।

আরো সংবাদ