আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৩

শিঘ্রই অনুপ্রবেশকারী হাইব্রীডদের বিরুদ্ধে অবস্থান নেবেন প্রধানমন্ত্রী : বর্ধিত সভায় শাহীন চাকলাদার

নিজস্ব প্রতিবেদক :  আসন্ন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সামনে রেখে উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন ও ১৩ নং কঁচুয়া ইউনিয়নে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান  শাহীন চাকলাদার।

রবিবার (০৬/১০/২০১৯) বিকালে প্রথমে বসুন্দিয়ার জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এবং পরে কঁচুয়া ইউনিয়ন পরিষদে বর্ধিত সভায় শাহীন চাকলাদারের সাথে মত বিনিময় করেন তৃণমূলের নেতাকর্মীরা।

বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার জহিরুল ইসলাম এবং কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শফিয়ার রহমান মোল্যা সভাপতিত্বে বর্ধিত সভা দুটি সঞ্চালনায় ছিলেন যথাক্রমে বসুন্দিয়া সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলু এবং কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নুরে আলম পলাশ।  

আজকের বর্ধিত সভায় বক্তব্যে শাহীন চাকলাদার বলেন দলে অনুপ্রবেশকারী হাইব্রিড সদ্য পদপ্রাপ্তদের বিরুদ্ধে শেখ হাসিনা পদক্ষেপ দ্রুতই আপনারা দেখতে পাবেন। বিগত দিনে যারা জামাত বি এন পির রূপে যারা আমাদেরকে ক্ষতি করার পরিকল্পনা করেছে যারা রাস্তায় নেমে গাড়ি পুড়িয়েছে এবং আওয়ামীলীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারাই আজ যুবলীগে মিশে আমাদের মাঝে ফাটল ধরানোর ফন্দি আঁটছে।

তিনি বলেন, উপজেলার বড় পদ ঝুলিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে এসে সুখে দুঃখে যারা পাশে ছিলো না তারা পুনরায় পদ পাওয়ার মিথ্যা স্বপ্ন দেখছে।আমি(শাহীন চাকলাদার) যতদিন বেঁচে থাকবো ততদিন আপনারা আমাকে বিশ্বাস রাখতে পারেন। আমি আপনাদের সাথে মিশেছে,আপনাদের মাঝে সুখে দুঃখে যাকে কাছে পেয়েছেন তার পক্ষেই থাকবো।

আজকের বর্ধিত সভাগুলোতে শাহীন চাকলাদার ইউনিয়নের নেতাকর্মী নিয়ে কাছাকাছি বসে কথা বলতে পেরে অন্যরকম আত্বতৃপ্তি অনুভব করছেন বলে বক্তব্যে জানান। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন একজন নেতা দুর্ণীতিবাজ হলে তাকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে কথা বলছেন না তদ্রুপ সম্প্রতি বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে হওয়া নবকমিটিতে অনুপ্রবেশকারী জামাত-বি এনপির দোষররাও শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শ্রীঘ্রয়ই খুজে খুজে এসব অনুপ্রবেশকারী হাইব্রীড সদ্য আওয়ামীলীগ, যুবলীগ নেতা ও পূর্বে জামাত বি এনপি, রাজাকার, শিবির কর্মীদেরকে আইনের আওত্তায় আনবেন। পাশাপাশি এসব হাইব্রীডদেরকে যারা দলে এনে দলকে প্রশ্নবিদ্ধ করছে তারাও ছাড় পাবেনা।

আগামী ১১ নভেম্বর সদর উপজেলা সম্মেলনের বিষয়ে শাহীন চাকলাদার বলেন, “ আমি যতদিন আছি আমার প্রতি আপনারা বিশ্বাস রাখতে পারেন, আপনাদের পছন্দের প্রার্থীই আমার পছন্দের।তবে কে সে প্রার্থী সেটা আমি আপনাদেরকে ১০ নভেম্বর রাতে জানাবো।যাতে তৃনমূলের ভোট বিক্রি না হয়।আমি বিশ্বাস রাখি আপনারা মনের মত একজন প্রার্থী পাবেন এবং সতস্ফুর্ত উপস্থিতিতে সম্মেলন হবে।”

আজকের বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, কচুয়া ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান ধাপক,১৪ নং নরেন্দ্রপুর আওয়ামীলীগের সভাপতি মো. অবুল কাশেম বিশ্বাস সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী।      

আজকের বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, জেলা আওয়ামীলীগের বন পরিবেশ সম্পাদক রেজাউল ইসলাম, উপপ্রচার সম্পাদক জিয়াউল হক হ্যাপি, উপশহর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য এহসানুর রহমান লিটু, পৌর কাউন্সিলর মুস্তাফিজুর রহমান মুস্তা , কাউন্সিলর গোলাম মোস্তফা , তৌহিদুর রহমান চাকলাদার ফন্টু, যশোর জেলা ছাএ লীগের সভাপতি রওশন ইকবাল শাহী, যশোর এম এম কলেজের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

আরো সংবাদ