আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:৪৯

শিল্পী সমিতি: পদত্যাগের চিন্তা ইলিয়াস কাঞ্চনের!

শিল্পী সমিতির বিষয়গুলো নিয়ে বিরক্ত হয়ে পদত্যাগের কথা ভেবেছিলেন সমিতির বর্তমান সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে এফডিসিতে শুটিং শুরু হতে যাওয়া ‘ট্র্যাপ’ নামের একটি সিনেমার জন্য শুভ কামনা জানাতে এসে গণমাধ্যম ও চলচ্চিত্রের মানুষদের উদ্দেশে কাঞ্চন বলেন,

গতকাল আমার মনে হয়েছিলো, কেন আসলাম এখানে! পদত্যাগ করার  চিন্তা করছিলাম। কারণ এগুলো আমার ভালো লাগে না। সব কিছুরইতো সমাধান আছে। ভালোবাসা, আচরণ- এগুলো দিয়ে অনেক কিছু জয় করা যায়।’

তিনি বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। আমি নিজে থাকি বা না থাকি, আপনারা এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করুন। সকলের প্রতি আমার এই অনুরোধ।’

এসময় ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন হাইকোর্টের রায়ে বুধবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পাওয়া চিত্রনায়ক জায়েদ খান, ‘ট্র্যাপ’ ছবিতে অভিনয় করতে যাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী।

এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ভোটে জেতা জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত