আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৫৪

শিল্পী-সাংবাদিক শফিউল আলম রাজার মরদেহ উদ্ধার

মাহতাব মজুমদার, ঢাকা: রাজধানী ঢাকার পল্লবীর বাসা থেকে রোববার (১৭ মার্চ) ভাওয়াইয়া শিল্পী এবং সাংবাদিক শফিউল আলম রাজার মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

রোববার দুপুরের দিকে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। তার সহকর্মীদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

কুড়িগ্রামে জন্ম নেওয়া শফিউল আলম রাজা শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’, ‘ভাওয়াইয়া রাজকুমার’ ও ‘ভাওয়াইয়ার ফেরিওয়ালা’ নামে পরিচিত ছিলেন।

তার পেশাগত জীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। সর্বশেষ তিনি অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শফিউল আলম রাজার মৃত্যুতে খানজাহান আলী 24/7 নিউজ পরিবার শোকাহত।

আরো সংবাদ