আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৩৭

শিল্প কারখানার রং ব্যবহার হচ্ছে খাদ্য সামগ্রিতে।

পণ্যটির গায়ে স্পষ্ট লেখা আছে ”ফর ইন্ডাস্ট্রিয়াল ইউস অনলি” অর্থাৎ শুধুমাত্র শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য।

এতে আছে রং। যা পোশাকে ব্যবহার করা হয়। অথচ চৌগাছাসহ দেশের বড় বড় মুদি ব্যবসায়ীরা এগুলো বিক্রি করছেন যারা পেয়াজু, বেগুনি, চপ ধরনের খাবার তৈরি কারকদের কাছে।

আর তারা এগুলো এসব দ্রব্যে মিশিয়ে চকচকে রংয়ের পেয়াজু, বেগুনি, আলুরচপ ইত্যাদিসহ ফাস্টফুডে ব্যবহার করে আমাদের খাওয়াচ্ছেন।

আজ শনিবার (১৬মার্চ) চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুষ্মিতা সাহা, সহকারী কমিশনার (এসিল্যান্ড) গুঞ্জন বিশ্বাস এবং চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে বাজার মনিটরিং করার সময় ওসি ইকবাল বাহার চৌধুরী বিষয়টি দোকানীকে চ্যালেঞ্জ করেন। প্রথমে দোকানী অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করেন এবং ক্ষমা চান।

বিষয়টি শুধু দোকানীর নয়। যারা ফাস্ট ফুড তৈরি করেন তাদেরও। সাথে আপনাকে- আমাকেও সতর্ক থাকতে হবে বাজার থেকে ফার্স্ট ফুড কেনার সময়ে।

আরো সংবাদ