যশোর চৌগাছা থেকে চুরি হওয়া শিশু রায়হান (১১) এর ইজিভ্যান উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এর আগে গত ১৭ জুলাই সকালে চৌগাছা থানার বেড়গোবিন্দপুর গ্রামের গ্রাম পুলিশ হযরত আলীর ছেলে শিশু রায়হান তার বাবার ব্যাটারী চালিত ভ্যান নিয়ে একটি ভাড়ায় বের হয়। চৌগাছা বাজার থেকে অজ্ঞাতনামা ২ ব্যক্তি ৫০০ টাকা ভাড়া চুক্তিতে ঝিকরগাছা নিয়ে ফ্রিজ ক্রয়ের কথা বলে শিশু রায়হানকে নিয়ে ১ জন পেপার আনার জন্য গলিপথে যায় অপরজন সেই সুযোগে ভ্যানটি চুরি করে নিয়ে যায়। শিশু রায়হান ভ্যান হারিয়ে বাকরূদ্ধ হয়ে কান্নাকাটি করতে থাকে। স্থানীয় লোকজন ছেলেকে উদ্ধার করে একটি সিএনজি যোগে চৌগাছায় পাঠিয়ে দেয়।
শিশুটির বাবা হযরত আলী বিষয়টি জানতে পেরে চৌগাছা থানায় মৌখিকভাবে অবহিত করে বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে। একপর্যায়ে গত ০৪ আগস্ট ডিবি অফিসে এসে বিষয়টি অবহিত করলে ডিবি’র অফিসার ইনচার্জ জনাব রুপন কুমার সরকার, পিপিএম বিষয়টি আমলে নিয়ে পুলিশ সুপার, যশোরকে বিষয়টি অবহিত করেন।
পুলিশ সুপার মহোদয়ের মহানুভবতায় যশোর ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন দ্রুত সময়ে চোরাই গাড়িটি উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।দায়িত্ব পেয়ে ডিবি’র এসআই(নিরস্ত্র)/ মফিজুল ইসলাম,পিপিএম ও এসআই(নিরস্ত্র)/ শামীম হোসেন দ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম যশোরের আন্তঃজেলার ভ্যান চোরদের ছবি দেখালে শিশু রায়হান সিরাজুল ইসলাম নামের চোরকে সনাক্ত করতে সক্ষম হয়। গোপন তথ্যের ভিত্তিতে ০৪/০৮/২০২১ তারিখ রাত ২০:০০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন বিরামপুর গাবতলার মোড়ে অভিযান পরিচালনা করে হৃদয় এন্টারপ্রাইজ নামক মোহাম্মদ আলী আব্বাসের ভ্যান/অটো রিক্সার সার্ভিসিং দোকানে অভিযান পরিচালনা করে চোরাই ভ্যান গাড়িটি খোলাজোড়ার সময় হাতেনাতে চোর সিরাজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সংক্রান্তে হযরত আলী গ্রাম পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১৬, তাং- ০৪/০৮/২০২১ খ্রিঃ, ধারা- ৪০৬/৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়। মামলাটি ডিবিতে তদন্তাধীন রয়েছে।ধৃত আসামীর নাম ও ঠিকানাঃ(১) মোঃ সিরাজুল ইসলাম (৩৫), পিতা- মোঃ ইসাহাক আলী, মাতা- মরিয়ম বেগম, সাং- বাউলিয়া স্কুলপাড়া, বর্তমানে জনৈক কাঙ্গাল এর বাড়ীর ভাড়াটিয়া, সাং-মোবারককাঠি মাঠপাড়া, থানা- কোতয়ালী, জেলা-যশোরউদ্ধারকৃত আলামতঃ(১) ০১টি চোরাই ব্যাটারী চালিত অটো ভ্যান গাড়ি।