আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:৩০

শেষ রজনী – মফিজুল ইসলাম, পিপিএম।

শেষ রজনী
—মফিজুল ইসলাম, পিপিএম

প্রতিরাতের শেষ সময়ে
ডাকেন প্রভু
“কে আছ মজলুম
কে আছ ক্ষুধার্ত
ফরিয়াদ জানাও আমায়
সাহায্যের হাত বাড়িয়ে দিব
ক্ষমা করবো তোমায়”

তাহলে কে সৃজিল
বর্নিল ঢংয়ে, ভাব গাম্ভীর্যে
ধর্মীয় এই দিবস
যেখানে সবে-ক্বদরকে খোজতে বলেছেন
রমযানের ত্রিশ কিংবা
শেষ দশ দিবস।।

রনযানকে স্বাগতম জানাতে
এসেছে রজব সাবান মাস
রমযানের ত্রিশ রোজা
আর তারাবির প্রস্তুতিতে কর অভ্যাস।।

সাবানের মধ্য রজনী
ইবাদতের উত্তম রজনী
নয় তো লাইলাতুল বরাদ
এই দিবসে ভাগ্য লিখা হয়
হাদিস কুরআনে অপ্রমানিত
এটি নিছক একটা প্রবাদ।।

এসো সচেতন হই
অন্যকে করি সচেতন
দিবস করে নয়, প্রতি রজনীতেই
আল্লাহকে করি স্মরন।।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত