প্রকাশিত : » ১৬ আগস্ট ২০২০, সময়: » ৬:২০ অপরাহ্ণ, পঠিত: » 890 views
মুনতাসির মামুন।। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মুড়লি মোড়ে হাজার বছরের শ্রেষ্ঠবাঙ্গালি শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জায়নামাজ বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতির জন্য ব্যতিক্রমি এ উদ্দ্যোগ গ্রহণ করেছেন জেলা তরুন লীগের যুগ্ম-সম্পাদক মাহমুদ হাসান লাইফ। রামনগর ইউনিয়ন মৎসজীবি লীগের ব্যানারে শোকসভা শেষে স্থানীয় অর্ধশত মুক্তিযোদ্ধা ও বয়স্কদের মাঝে এ জায়নামাজ বিতরণ করা হয়।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, রাজনীতি মানেই পেট না, রাজনীতি মানেই প্যাকেট না, রাজনীতি মানেই ক্ষুধা না, রাজনীতি মানে মানুষের সেবা। সৃষ্টির সেরাজীব মানুষ এই রাজনীতি করলে সেই মানুষের সেবা করা যায়। কি করে মানুষ সেবা করা যায় সেটা আমার নেত্রী শেখহাসিনা করে দেখিয়েছেন, গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি, আমার নেত্রী বিশ্ব নেতাদের সারিতে সততার আসনে অধিষ্ঠিত হয়েছেন৷ আমরা ঐ নেত্রীর কর্মী, যে নেত্রী বয়স্ক বাবাকে ভাতা দেয়, যে নেত্রী পহেলা জানুয়ারি তে আমাদের শিশুদের হাতে বই তুলে দেয়। আমরা সেই নেত্রীর কর্মী যে নেত্রী প্রতিবন্ধী ভাতা দেয়, গৃহহীনকে ঘর দেয় যার জমি নেই তাঁর জমি দেয় বলে মন্তব্য করে শাহারুল ইসলাম বলেন আমি গর্ববোধকরি বর্তমান প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা কে নিয়ে। আজ জাতীর পিতার ৪৫ তম শাহাদৎ বার্ষিকীতে আমাদেরকে শপথ নিতে হবে, পিতা মুজিবের রূহের মাগফেরাত কামনার দিনে আজ শপথ নিতে হবে, এই রামনগর হবে একটি মাদক, সন্ত্রাশ ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন। সর্বপরি রামনগর হবে একটি বসবাস যোগ্য ইউনিয়ন। হানাহানি কাড়াকাড়ি মুক্ত সমাজ গড়ে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে রামনগর আমাদের গড়তে হবে। আমাদের নেতা শাহীন চাকলাদার বলেন শস্তি আর শান্তির যশোর গড়তে চাই। আমরা আমাদের নেতার নেতৃত্বে যশোরকে মাদকমুক্ত যশোর, সন্ত্রাস মুক্ত যশোর তথা শস্তি আর শান্তির যশোর গড়ে আগামীদিন আপামর জনতার সামনে বলতে চাই, আওয়ামীলীগের আমলেই যশোর হয়েছে শস্তি ও শান্তির যশোর৷ আমি মাহমুদ হাসান লাইফকে ধন্যবাদ জানায় জাতীয় শোক দিবসে পবিত্র জায়নামাজের মত একটি বস্তু বিতরণ করার জন্য। শোক দিবসে এমন উদ্যোগ খুবই বিরল।
রামনগর ইউনিয়ন মৎসজীবিলীগের আয়োজনে ও জেলা তরুণ লীগের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান লাইফের নেতৃত্বে শোক সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তৃতা রাখেন, জেলা মৎসজীবি লীগের আহ্বায়ক আবু তোহা, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মতলেব বাবু, ইউনুছ আলী, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গোবিন্দ সরকার, সহ সভাপতি লুৎফর রহমান, প্রচার সম্পাদক জিএম শাহাজান কবীর, ক্রীড়া সম্পাদক মাস্টার মনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি খন্দকার আলম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু নাসের ৫ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি নিজাম গাজী, সাধারন সম্পাদক সাদ্দাম হোসন, ছাত্রলীগ নেতা সাগর, নিতাই অধিকারী, রাতুল, রানা প্রমুখ৷