আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:২৩

শ্রীপুরে অভিমন কায়দায় ফেনসিডিল বহনকালে এক মাদক ব্যবসায়ী আটক

 

মাগুরার শ্রীপুরে অভিনব কায়দায় ফেনসিডিল বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। গোগন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ শনিবার গভীর রাতে উপজেলার ওয়াপদা এলাকা থেকে ১১ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেড়া গ্রামের মৃত রবিউল ইসলামের পুত্র।

পুলিশ জানান, শনিবার রাত অনুমান ১ টার দিকে উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা মহাসড়কে বিশেষ অভিযানকালে শ্রীপুর থানার এসআই মিশুক, এসআই নয়ন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে জানতে পারেন যে, সাতক্ষীরা থেকে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা নামক স্থানে উক্ত পরিবহনটি গতিরোধ করে তরিকুল ইসলাম (৩২) কে আটক পূর্বক ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, সারাদেশে মাদকের জিরো টলারেন্স ঘোষনার আওতায় মাগুরার পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা পিপিএম এর নির্দেশ মোতাবেক মাগুরা জেলাকে মাদকমুক্ত জেলা ঘোষণা করেছেন।এরই অংশ হিসেবে ৮ টি সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি। আটককৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ