আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:২৮

শ্রীলঙ্কা বলছে ‘প্রতিশোধ’, নিউজিল্যান্ড বলছে ‘না’


আন্তর্জাতিক নিউজ ডেস্ক : ক্রাইস্টচার্চে মসজিদে হামলার প্রতিশোধ নিতে শ্রীলঙ্কার হামলা হয়নি বলে দাবি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এ ধরনের সম্পৃক্ততার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। এটি প্রাথমিকভাবে অনুমান নির্ভর মন্তব্য বলেও মনে করেন জেসিন্ডা।

মঙ্গলবার শ্রীলংকার পার্লামেন্টে এক বিবৃতিতে শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী রুয়ান ভিজয়াবর্ধনে জানান, নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিশোধ নিতেই উগ্রপন্থিরা শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে একযোগে বোমা হামলা চালায়। তবে এমন দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ হাজির করেননি তিনি।

পার্লামেন্টে শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এটা পূর্ব পরিকল্পিত হামলা। আমাদের কাছে তথ্য আছে- নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে একটি ইসলামি উগ্রপন্থী সংগঠন। যে গোষ্ঠী হামলা চালিয়েছে তাদের সাথে ন্যাশনাল তওহীদ জামাত এবং জেএমআই-এর সম্পৃক্ততা আছে।”

তবে শ্রীলংকার এমন দাবি প্রত্যাখ্যান করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, এ ধরনের সম্পৃক্ততার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। একে প্রাথমিক অনুমাননির্ভর বিবৃতি বলেও জানান জেসিন্ডা। 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, “আমি বিবৃতি দেখেছি। ক্রাইস্টচার্চে হামলার প্রতিশোধ হিসেবে শ্রীলঙ্কায় হামলা হয়েছে, এমন কোনো আনুষ্ঠানিক বা গোয়েন্দা তথ্য আমাদের কাছে নেই। শ্রীলঙ্কা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আমি আবারও বলবো, তারা যা বলেছে তার সাথে ক্রাইস্টচার্চ হামলার কোনো সম্পর্ক নেই।”

গত রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও এর আশপাশের তিনটি গির্জা, তিনটি পাঁচ তারকা হোটেলসহ মোট আট জায়গায় হামলা চালানো হয়। এতে নিহত হয়েছেন ৩৫৯ জন। আহত পাঁচ শতাধিক। খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডেতে বিভিন্ন জনবহুল জায়গা লক্ষ্য করে চালানো হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশসহ অন্তত আটটি দেশের নাগরিক রয়েছেন।

এদিকে, জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাত- এনটিজে শ্রীলঙ্কায় আবারো হামলার পরিকল্পনা করছে বলে দেশটির সরকারকে সতর্ক করেছে ভারত। হামলার পরপরই কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইট আমাকে বিবৃতি দিয়ে শ্রীলঙ্কায় নৃশংস হামলার দায় স্বীকার করে আইএস। বিবৃতির সাথে এ বিষয়ে কিছু ভিডিওও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত