আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৭

শ্রীশ্রী কালীপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মের ১৫০ পরিবারের মাঝে শাহারুল ইসলামের খাদ্য বিতরণ

আজ শনিবার সকাল ১১ টায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে আরবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড পাকদিয়া গ্রাম মালোপাড়ায় সনাতন ধর্মের সকল পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান করেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম।

এসময় শাহারুল ইসলাম বলেন, করোনা মহামারির দুর্যোগ মাথায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবার এ পূজা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে কালীপূজা পালন করবেন। এই পূজায় করোনার প্রভাবে মানুষের অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপ থাকায় আপনাদের মাঝে সামান্য উপহার হিসাবে এই খাদ্য সামগ্রী প্রদান করলাম। সকলের কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন সৃষ্টিকর্তা যেন আমাদের নেত্রীকে সুস্থ রাখে। কারন নেত্রী ভালো থাকলে দেশ ভালো থাকে, দেশ ভালো থাকলে দেশের জনগণ ভালো থাকে।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় মা-বাবা ও আত্মীয়-স্বজনকে স্মরণ করে। এটিকে বলা হয় দীপাবলি। দুর্গাপূজার মতো কালীপূজায়ও ঘরে বা মণ্ডপে প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা অনুষ্ঠিত হয়।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ঠাকুর দাস, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আশরাফুল আলম, ২ নং ওয়ার্ড সভাপতি ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য রুবিনা পারভীন চায়না, আওয়ামীলীগ নেতা বাশুদেব বিশ্বাস, সরজীত বিশ্বাস, অলোক বিশ্বাস, জয় গোপাল বিশ্বাস, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্জ্বল।
ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, যুবলীগ নেতা রিপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত