ফেন্সিডিল উদ্ধার মামলায় ষস্টিতলা পাড়ার চঞ্চলকে ৪ বছরের সশ্রম জেল ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার যুগ্ম দায়ড়া জজ প্রথম আদালতের বিচারক মো.আসিফ ইকবাল মাদক মামলার এক রায়ে এ দণ্ডাদেশ দিয়েছেন।দন্ডপ্রাপ্ত চঞ্চল ষস্টিতলা পাড়ার মৃত সবুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট পলক কুমার মৈত্র।
ফেন্সিডিল উদ্ধার মামলার বর্ননায় জানা যায় ২০১১ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ রেলগেট পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে চঞ্চলকে আটক ও তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে এসআই তোফায়েল আহমেদ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় চঞ্চলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি চঞ্চলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৪ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
চঞ্চলের অভিভাভকদের সাথে কথা বললে জানা যায়, চঞ্চল একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক ভাবে তাকে ঘায়েল করতে উক্ত মামলায় চঞ্চল দোষি বা জড়িত না হলেও তাকে ফাসিয়ে দেওয়া হয়।উক্ত রায়ে চঞ্চলের পরিবার সন্তস্ট নন।চঞ্চলের পরিবার উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করবেন।