আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:২১

ষোলকলা পূর্ণ হলো দেয়াড়ার চেয়ারম্যান আনিছের।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার  দেয়াড়া ইউনিয়নে পরিবহন শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও খাদ্যদ্রব্য বিতরণ করেছে ইউনিয়নটির চেয়ারম্যান আনিছুর রহমান।
পরিবহণ নির্ভর জীবন  যাদের। গাড়ির চাকা ঘুরলে চাকার সাথে চলে জীবিকা। যাদের খবর কেউ রাখেনা তাদের পাশে মানবিক সহায়তা নিয়ে হাজির দেয়াড়ায় ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান।
আজ শুক্রবার দেয়াড়া ইউনিয়নে বসবাসরত  পরিবহন শ্রমিক ২২৭ ও ৯১৮ এর ৫০ জন শ্রমিকের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেছেন চেয়ারম্যান আনিছুর রহমান। ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়েছে৷ পরিবহণ শ্রমিক ইউনিয়নের আবেদনের প্রেক্ষিতে এ সহায়তা প্রদান করা হয়।
এ নিয়ে ষোলকলা পূর্ণ হলো চেয়ারম্যান আনিছুর রহমানের। করোনার শুরু থেকে আজ পর্যন্ত দেয়াড়ার সকল শ্রেণী পেশার মানুষের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেও বাকী ছিল শ্রমিক ইউনিয়ন আজ সেটাও পূর্ণ হল। অন্যদিকে চেয়ারম্যান কর্তৃক পরিচালিত জরুরি হটলাইন সেবা নিয়েছেন ৭৫৬ জন।  এ সেবা করোনা কাল থাকা পর্যন্ত অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান আনিছ।

আরো সংবাদ