আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৬

সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করেছে হাশেমের স্ত্রী লিলিমা ।(ভিডিও)

স্টাফ রিপোর্টার।।যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের কৃষক হাসেম আলীর খুনিদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন তার স্ত্রী ও সন্তানেরা।মর্মে অভিযোগ করে লিলিমা বলেন খুনিদের হুমকির মুখে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছে। এ ঘটনায় তারা পুলিশকে জানালে তারাও কোন সহযোগিতা করছে না। আজ সকালে (রবিবার) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে নিহত কৃষক হাসেম আলীর স্ত্রী লিলিমা বেগম লিখিত বক্তব্যে এসব কথা বলেন।  তিনি আরো জানান, মামলা হওয়ার পর থেকে আসামিরা প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। তিন চার দিন আগে আসামিদের স্ত্রীরা তাদের বাড়িতে আবার হামলা করেছে। এজন্য প্রাণভয়ে নিলিমা বেগম তার সন্তানদের নিয়ে বাড়ির বাইরে অবস্থান করছেন।

এই তিন চারদিন আগে অর্থাৎ ৬ মে বুধবার লিলিমার বাড়িতে সংবাদ সংগ্রহের জন্য খানজাহান আলী 24/7 নিউজের দু জন প্রতিনিধি যান এবং লিলিমার বক্তব্য রেকর্ড করছিলেন ।লিলিমার বক্তব্য রেকর্ড করার সময় তার পূত্রবধূ লিলিমার সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন এবং বলেন হাসেম আলী হৃদরোগে মৃত্যু বরণ করেন তাঁকে কেউ হত্যা করেনি । এরপর প্রতিবেশীরাও মুখ খুলতে শুরু করে । এক পর্যায়ে লিলিমার বাড়ী থেকে বেরিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে প্রতিবেশীদের বক্তব্য রেকর্ড করছিলেন সংবাদ কর্মীরা । এ সময় স্থানীয় ইউপি সদস্য ইকরামুলকে ঘটনা স্থলে ডেকে তাকে সাথে করে ফের লিলিমার বাড়ীতে প্রবেশ করলে তিনি লাপাত্তা হয়ে যান।

তাকে খুঁজে না পেয়ে ফের প্রতিবেশীদের কাছে তার পালানোর কারণ জানতে চান সংবাদ কর্মীরা।জবাবে তাঁরা বলেন লিলিমা মিথ্যা কথা বলছে তার সামনেই তার স্বজনরা সত্য বলায় সে পালিয়েছে।

এরপর ঘটনাস্থল ত্যাগ করেন আমাদের দুজন সংবাদকর্মী ।পরে দড়াটানায় পৌঁছালে তারা মুঠোফোনে জানতে পারেন লিলিমা বাড়ী ফিরে তাঁর মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন ।  এ বিষয়টি তাৎক্ষনিক  মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান আলীকে জানানো হয়েছে।এবং অনাকাঙ্খিত কোনও ঘটনা এড়াতে তাঁদের গতি রোধ করার অনুরোধও জানানো হয় ইনচার্জ শাহজাহান আলীকে।

সংবাদের সত্যতা প্রমাণের জন্য একটি ভিডিও প্রকাশ হল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত