আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৫৭

সদর উপজেলা উপনির্বাচন : নৌকার মাঝি নুরজাহান ইসলাম নিরা অভিনন্দন জানিয়েছেন শাহারুল ইসলাম

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা নৌকার মাঝি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা। সোমবার সন্ধ্যায় দলটির পার্লামেন্টারি বোর্ড তাকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।

মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা যশোরের রাজনীতিতে ইতিমধ্যে বেশ প্রতিষ্ঠিত। এরই মধ্যে তিনি রাজনীতিতে বড় একটি বলয় সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।
গত ২১ জানুয়ারি সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর কেশবপুর-০৬ আসনে শাহিন চাকলাদার নৌকার প্রার্থী মনোনীত হয়ে জয়ী হন। এরপর গত ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা হলে শূন্য পদে প্রার্থী আবেদন করেন যশোরের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

আজ (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় বেশ কয়েকটি আসনে দলটির মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি হয়।

আরো সংবাদ