আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:৪২

সদর উপজেলা চেয়ারম্যান নীরার হার্ডে রিং পরানো হয়ছে

যশোর সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমাসে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন! গত ২২ অক্টোবর নুরজাহান ইসলাম নীরা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২৪ অক্টোবর শনিবার এনজিওগ্রাম শেষে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে তারপর তার একটি ব্লকে রিং পরানো হয় তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
উল্লেখ্য,গত ১৮ অক্টোবর তিনি প্রচারনাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন! সাথর সাথে তাকে যশোর সদর হসপিটালে ভর্তি করা হয় সেখান থেকে ডাক্তারদের সিদ্ধান্তে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। তখন চিকিৎসা গ্রহন শেষে তিনড নির্বাচনের আগের দিন ১৯ অক্টোবর যশোর ফিরে আসেন। ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের পর তিনি ফের অসুস্থ হয়ে পড়লে ২২ অক্টোবর ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
নীরার বর্তমান অবস্থা স্থিতিশীল সুস্থতার জন্য নীরা সমগ্র যশোরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরো সংবাদ