আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৬

সমুদ্র ভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরল যশোরের দুই বন্ধু!

বন্ধুদের সাথে আনন্দ ভ্রমণ হয়ে গেল শোকগাঁথা এক হৃদয় বিদারক কাহিনী।

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দু’বন্ধুর আর ফেরা হলোনা মায়ের কোলে। বরেণ্য কবি, গীতিকার কাসেদুজ্জামান সেলিমের ছেলে রাফিদ ঐশিক ও ডাক্তার আব্দুর রাজ্জাক কলেজের প্রভাষক শাহরিয়ার মেহের ইবনে মিজানের ছেলে মেহের ফারাবী অভ্রসহ (২৫) সাত বন্ধু ১৫ সেপ্টেম্বর যান কক্সবাজার। ঐশিক যশোর ক্যান্টনমেন্ট কলেজ এবং অভ্র ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এদিকে, কক্সবাজার থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস গ্রামের কাগজকে জানিয়েছেন, ঐশিক ও অভ্রর ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু দূরের পথ সেহেতু পরিবহন ঠিক করে মরদেহ নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিতে একটু দেরী হতে পারে।
তিনি জানান, যেহেতু এটা একটা বড় ঘটনা সেহেতু এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা তদন্ত না করে এখনই বলা যাবে না। বিষয়টি স্থানীয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তথ্য সংগ্রহের জন্য শনিবার বিকেলে সমুদ্র সৈকত থেকে থানায় নিয়ে আসা হয়েছে নিহতদের চার বন্ধু রায়হান, রোহান, মহিদুল হাসান ও অর্নবকে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় দু’বন্ধুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র – গ্রামের কাগজ

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত