আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:১০

সরকারী সফরে মালয়েশিয়া ও ফিলিপাইন যাচ্ছেন শাহারুল ইসলাম।

​নাঈম সাব্বির, যশোর থেকে:-  স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) আমন্ত্রনে সরকারী সফরে মালয়েশিয়া ও ফিলিপাইন যাচ্ছেন আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক শাহারুল ইসলাম। মালয়েশিয়া ও ফিলিপাইনে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সেমিনারে অংশ নিবেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর এ যাত্রার উদ্দ্যেশে যশোর ত্যাগ করেছেন তিনি। ২৪ ও ২৫ সেপ্টেম্বর এলজিডি মন্ত্রনালয়ে প্রস্তুতিমূলক সভা শেষে ১ অক্টোবর মালয়েশিয়া এয়ারলাইন্সের ২য় ফ্লাইটে রওনা হবেন শাহারুল ইসলাম। মালয়োশিয়া ভ্রমন শেষে ৩০ সেপ্টেম্বর ফিলিপাইনে যাওয়ার কথা রয়েছে।

তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তার অবর্তমানে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পলন করবেন প্যানেল চেয়ারম্যান সালমা পারভিন।

আরো সংবাদ