আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১৭

সাংবাদিককে হত্যার চেষ্টা থানায় অভিযোগ।

 

কুমিল্লা জেলার বরুড়া থানার আগানগর বাজারে সাংবাদিককে হত্যার চেষ্টা করে কিশোর গ্যাং সদস্য। গত ২৮ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৮.০০ টার সময় আগানগর বাজার এলাকায় গেলে কিশোর গ্যাং এর ৮ জন সদস্য অহেতুক আক্রমণ করে। পরে বিভিন্ন ভাবে মারধর ও ব্যবহৃত মোবাইল ফোন ও টাকা লুটপাট করে। ২৯ তারিখ কিশোর গ্যাং এর প্রাথমিক তথ্য জানার জন্য তথ্য সংগ্রহ করতে গেলে আবারও কিশোর গ্যাং দ্বারা আক্রমণের শিকার হয়। স্থানীয় একজন ঘটনা সূত্র অনুযায়ী বলেন, বর্তমানে কিশোর গ্যাং এর সদস্যরা অতিরিক্ত অপরাধ কাজের সাথে লিপ্ত। সময় থাকতে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বা শাস্তি প্রদান না করলে তাদের অপরাধের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। আর তাদের এই অন্যায় আর অপরাধের পিছনে পরিবার থেকে শুরু করে সমাজের অনেক লোক রয়েছে। যারা তাদের অন্যায় আর অপরাধ করতে সাহায্য ও সহযোগী করে। ৩০ তারিখ প্রাথমিক চিকিৎসা শেষে বরুড়া থানায় ৩ জনকে আসামি করে একটা অভিযোগ করা হয়। বরুড়া থানার (তদন্ত কর্মকর্তা) মো.জুলহাস উদ্দিন বলেন, আমি বিষয়টি তদন্ত করছি।প্রাথমিক তদন্ত শেষ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ