আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:০৪

সাংবাদিক নির্যাতনের বড় হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন- যশোরে সাংবাদিকদের মানববন্ধন!

যশোর প্রতিনিধি ঃ ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক যুগান্তর পত্রিকার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বড় হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। দুর্নীতিবাজরা নিজেদের রক্ষায় এ আইনের অপব্যবহার করছে। হামলা-মামলা নির্যাতন করে স্বাধীন সাংবাদিকতা চর্চা বন্ধ করা যাবে না। যত নির্যাতন করা হোক সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেই। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক নেতা সরোয়ার হোসেন প্রমুখ। মানবন্ধনে প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসেয়িশনের সদস্যরা অংশ নেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত