আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৬

সাজাপ্রাপ্ত এমপি হারুনের পদ কেন শূন্য ঘোষণা হবে না: হাইকোর্ট

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশিদের পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

সাংসদ থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে টাকা আত্মসাতের ঘটনায় বিএনপির সাংসদ হারুনসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ। মামলার বাদী হলেন পুলিশের উপপরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে সাংসদ হারুনসহ তিনজনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করে আদালত। পরে ওই মামলায় গত বছরের ২১ অক্টোবর হারুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। সেইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। রায়ে এমপি হারুন ছাড়াও আরও দুই গাড়ি ব্যবসায়ী এনায়েতুর রহমান ও ইশতিয়াক সাদেককেও সাজা দেয়া হয়। পরে অবশ্য উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান হারুন।

সাজাপ্রাপ্ত হওয়ার পরও হারুনের এমপি পদে থাকার বৈধতা নিয়ে রিট দায়ের করা হয়। যার শুনানি করে রুল জারি করেন হাইকোর্ট।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত