আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৪৫

সাজেদা চৌধুরীর মনোনয়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর-৪ (সালথা-নগরকান্দা) আসন থেকে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আওয়ামী লীগ থেকে মনোনয়নের দাবীতে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।আওয়ামীলীগ থেকে সৈয়দা সাজেদা চৌধুরী মনোনয়ন পাচ্ছেন না বলে খবর ছড়িয়ে পড়লে রোববার সন্ধ্যায় শত শত নেতাকর্মী ও সমর্থক নগরকান্দার ঐতিহাসিক জয়বাংলার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয় প্রান্তে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রাত আটটার দিকে সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু ঘটনাস্থলে পৌঁছালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগ থেকে সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়।জানা যায়, গতকাল রোববার ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের কাউকে মনোনয়ন দেয়া হয়নি। এরই মাঝে এই আসনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেয়া হয়েছে বলে খবর প্রচার হলে রাস্তায় নামেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিতে বিভিন্ন শ্লোগান দেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ফরিদপুর-২ আসনে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে তা আমরা মেনে নিব না, এই আসন আওয়ামী লীগের।এদিকে অবরোধের খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল নেতাকর্মীদের সাথে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

আরো সংবাদ