আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৬

সাতক্ষীরার সীমান্তবর্তী ছয়কুড়া মোড় থেকে দেড় কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

 

সাতক্ষীরার সীমান্তবর্তী ছয়কুড়া মোড় থেকে দেড় কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাঁজা জব্দ ও ব্যবসায়ীদের আটকের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন,সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের বাপ্পী হোসেন (২০) ও আমিনুর রহমান (২৪)।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান,তার নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। ছয়কুড়া মোড়ে আটককৃতদের আচরণ সন্দেহজনক হলে তাদেরকে চ্যালেঞ্জ জানানো হলে তারা তাদের সাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে গাঁজা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত