আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩০

সাতক্ষীরায় মিল মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

সাতক্ষীরার চালতে তলা এলাকায় মিনিকেট চাউলের বস্তায় প্রক্রিয়াকরণ করা আঠাশ চাউল ভর্তির অভিযোগে মিল মালিক তপন কুমার সাহাকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরের দিকে চালতেতলা এলাকার তাপস এগ্রো ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে একটি ট্রাকে ভর্তি এই চাউল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও সদর উপজেলা খাদ্য বিভাগ।

 

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের চালতেতলা এলাকার একটি রাইচ মিলে প্রতারনা মাধ্যমে মিনিকেট চাউলের বস্তার মধ্যে আঠাশ চাউল প্রসেসিং করে তা বস্তাবন্দী করে ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি ট্রাক ভর্তি চাল জব্দ করার পর মিল মালিক তপন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রাইচ মিলে গোডাউন ভর্তি চাউল মজুদ রাখায় তা আগামী তিনদিনের মধ্যে বাজারজাত করনের নির্দেশ দেয়া হয়।

আরো সংবাদ