আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:১১

সাতক্ষীরা ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি চিংড়ি ঘের থেকে অপু মন্ডল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগজ্ঞের ভেটাখালী এলাকার সাত্তার মোড়লের ঘের থেকে লাশটি উদ্ধার হয়। নিহত অপু মন্ডল খুলনা জেলার বটিয়াঘাটা এলাকার বাড়আউড়িয়া এলাকার হরেন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি ওই ঘেরের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, অপু মন্ডল সাত্তার মোড়লের ঘের কাজ করতেন। রাতে কোন এক সময় মৃগী রোগের কারনে তিনি পানিতে পড়ে মারা যান। সকালে ঘেরের পানির ভিতরে লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। ধারনা করা হচ্ছে যে ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত