আজ - বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:৩২

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমলেও মৃত্যু কমেছে না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

আজ রোববার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৫১০ জনের মৃত্যু হলো। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন। চলতি মাসের ২৫ দিনে উপসর্গ নিয়ে ১৬০ জন এবং করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হলো।

নমুনা সংগ্রহ না হওয়ায় শুক্রবার ও শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ আরটি-পিসিআর ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।

ডা. কুদরত-ই-খোদা জানান, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. অভিজিৎ গুহ জানান, শুক্রবার ও শনিবার ল্যাব চালু ছিল। মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা সংগ্রহ হয়নি।

আরো সংবাদ