আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৭

সান্তাহারে ট্যাপেন্টাডলসহ ফার্মেসি দোকানদার গ্রেফতার ১ !

 

সান্তাহারে একটি ফার্মেসী দোকানে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মালিক রাকিবুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত ফার্মেসী মালিক রাকিবুল ইসলাম উপজেলার ছাতনী ঢেকড়া গ্রামের আমিনুল হকের ছেলে।

সান্তাহার সোনারবাংলা মার্কেটের পশ্চিমে তাছিন নামক ফার্মেসীতে অভিযান চালিয়ে ট্যাবলেটসহ মালিককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের উপ পরিদর্শক রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান, সান্তাহার সোনারবাংলা মার্কেটের পশ্চিমে তাছিন ফার্মেসীতে নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেট বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তি বৃহস্পতিবার সকালে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোনের ক্যাশ বাক্সে বিশেষ কায়দায় লুকানো ২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দোকান ফার্মেসী মালিক রাকিবুল ইসলামকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত