আজ - শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:০৮

সান্তাহারে হেরোইনসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার!!

 

আদমদীঘির সান্তাহারে একটি বাসায় অভিযান চালিয়ে দুই গ্রাম হেরাইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর আব্দুর রহমান মন্ডলের ছেলে জুম্মন মন্ডল (২৮), জাহাঙ্গীর আরমের ছেলে সাজু হোসেন (২৩), আক্কাছ আলীর ছেলে সবুজ ইসলাম (২৭) ও সাঁতাহার আদর্শ পাড়ার ছামসুল হকের ছেলে মকছেদুল ইসলাম (সোহাগ) (৩২)। বুধবার বেলা সাড়ে ১১ টায় সান্তাহার ইয়ার্ড কলোনীর জনৈক জুম্মন মন্ডলের বাসায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় থানার উপ পরিদর্শক হাফিজুর রহমান বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সান্তাহার ইয়ার্ড কলোনী মাদক ব্যবসায়ী জুম্মনের বাসায় মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিক্তিতে বেলা সাড়ে ১১ টায় জুম্মন মন্ডলের বাসায় ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লেখিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেথার ও তাদের নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত