আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:২১

সাপাহারে করোনায় প্রাণ গেল ৮ মাসের শিশুর

নওগাঁর সাপাহারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২ জুন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (৯ জুন) শিশুটির করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২ জুন সকাল ৭টার দিকে স্থানীয় থানার এক নারী পুলিশ সদস্য তার আট মাস বয়সের বাচ্চাকে ডায়রিয়ার চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটির মৃত্যু হয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তার দেহ থেকে নমুনা নিয়ে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বুধবার দুপুরে ওই শিশুর করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ আসে।

এনিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজন।

বুধবার উপজেলায় নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৬ জন।

আরো সংবাদ