আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৩

সাবেক ভিপি নূর গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।    সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মৎস্য ভবন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ডিসি ওয়ালিদ হোসেন নূরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর নূরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মিন্টু রোডে ডিবি পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মোট চার জনেক আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করেছেন আদালত। সোমবার মামলার এজাহার আদালতে আসার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তা গ্রহণ করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত